সোমবার ২৪ জুন ২০২৪ - ১০:২২
হযরত আলী ইবনে আবি তালিবের প্রতি লক্ষ্য কর ইবাদত।

হাওজা / হযরত আলী ইবনে আবি তালিবের প্রতি লক্ষ্য কর ইবাদত।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.)-এর প্রশংসা করলেই একদল অন্যান্য সাহাবিদের গুণগান শুরু করেন! মাওলা আলীর (আ.) প্রতি বিদ্বেষ থেকেই কিনা তারা মাওলা আলীর (আ.) উপর অন্যদের বড়ত্ব প্রকাশ করার অপপ্রয়াস চালান। অভিযোগ করেন, কেন আমরা শিয়ারা আলী ইবনে আবু তালিব আলাইহিস সালামের এত প্রশংসা করি! তাদের জবাবের জন্য এই হাদীসটিই যথেষ্ট!

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, "যে ব্যক্তি আদমকে তাঁর জ্ঞানে, নুহকে তাঁর ধীশক্তিতে, ইবরাহীমকে তাঁর দূরদর্শিতায়, ইয়াহিয়াকে তাঁর সংযমশীলতায় আর মূসা ইবনে ইমরানকে তাঁর সাহসিকতায় দেখতে চায়, সে যেন আলী ইবনে আবি তালিবের প্রতি লক্ষ্য করে।"

তথ্যসূত্র: ইমাম আলী ইবনে আবি তালিব- ইবনে আসাকির, ২:২৮০/৮১১; আল বিদায়া ওয়ান নিহায়া- ৭:৩৬৯

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha